<p style="text-align:justify">বগুড়া শহরের চকসূত্রাপুর কসাইপাড়ায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। </p> <p style="text-align:justify">আহত ব্যক্তির নাম সুলতান মিয়া (৪০)। তিনি চকসূত্রাপুর কসাইপাড়ার নুরুল প্রামাণিকের ছেলে।</p> <p style="text-align:justify">স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে জামাই বিপ্লব রহমান চকসূত্রাপুর কসাইপাড়ায় শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর সুলতানের সঙ্গে ঝগড়া বিবাদ শুরু করে। এক পর্যায়ে বিপ্লব শ্বশুরের পেটের নিচে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর বাড়ির লোকজন আহত সুলতানকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। </p> <p style="text-align:justify">চিকিৎসকরা জানিয়েছেন, সুলতানের অবস্থা আশঙ্কাজনক।</p> <p style="text-align:justify">বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মইনুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। বাদি মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>