<p>নরসিংদী জেলার ইতিহাসে সবচেয়ে বেশি দৌড়বিদ অংশ নেবেন ‘রায়পুরা ম্যারাথনে’। তিনটি ক্যাটাগরিতে ৭০০ জন দৌড়াবেন। ছয়টি দেশের দৌড়বিদের অপেক্ষায় দেশের বৃহত্তম উপজেলা রায়পুরাবাসী। ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে রায়পুরা ম্যারাথন।</p> <p>মঙ্গলবার (৫ নভেম্বর) রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান।</p> <p>তিনি আরো জানান, তিনটি ক্যাটাগরিতে ম্যারাথন অনুষ্ঠিত হবে। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটারে ১০০ জন, হাফ ম্যারাথন ২১ কিলোমিটারে ৩০০ জন ও ১০ কিলোমিটার ম্যারাথনে ৩০০ জনসহ মোট ৭০০ দৌড়বিদ রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫ জন নাগরিক আছেন। দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ, আনসার ও গ্রামপুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ ২০০ স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন। চিকিৎসাসেবার জন্য থাকবে অ্যাম্বুল্যান্সসহ একটি মেডিক্যাল টিম। </p> <p>ওই দিন ভোর ৫টার দিকে দৌড় শুরু হবে। যা শেষ হবে হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ এলাকায় গিয়ে। পরে ফের সব দৌড়বিদ উপজেলা পরিষদ মাঠে জড়ো হবেন। অতিথিদের সমাপ্তি বক্তব্য ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে রায়পুরা ম্যারাথন।</p> <p>ম্যারাথন দৌড়ে ব্যবহার করা হবে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের হাসনাবাদ ১০ নম্বর ব্রিজ পর্যন্ত। ভোর সাড়ে ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। ওই সময় যাত্রী, চালক ও পথচারীদের দুটি বিকল্প সড়ক ব্যবহার করতে মাইকিং করে জানানো হয়েছে বলে জানান তিনি।</p> <p>ইকবাল হাসান বলেন, ৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে দেশি ও বিদেশি ৭০০ দৌড়বিদ নরসিংদী শহর ও রায়পুরা সদরে পৌঁছাবেন। তাদের থাকা, খাওয়া ও দৌড়ানোর রোডম্যাপসহ যাবতীয় প্রস্তুতি উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে।</p> <p>রায়পুরা রানার্স কমিউনিটি সমন্বয়ক সবুজ শিকদার বলেন, ‘নরসিংদীর ইতিহাসে সবচেয়ে বড় ম্যারাথন নিয়ে উপজেলাবাসীর মধ্যে ব্যাপাক আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে। শুধু দৌড়বিদদের অপেক্ষায় আছি।’</p> <p>সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, রায়পুরা প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক রফিকুল হকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।</p>