<p>ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বশির উল্লাহ ও সাধারণ সম্পাদক মাহাবুবুল হক লিটুর প্রতি অনাস্থা জানিয়েছে কমিটির আট আইনজীবী। সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ এনেছেন তারা। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের দিকে ভোলা জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।</p> <p>এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফকে (১) ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।</p> <p>সভায় ভোলা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফের (১) সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ইলিয়াছ সুমন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফুর রহমান (১) ও অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, ধর্ম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মো. জাবেদ ইকবাল ও অ্যাডভোকেট মো. শামীম আহমেদ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান (২)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভোলায় বজ্রাঘাতে ২ জনের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730806314-d0096ec6c83575373e3a21d129ff8fef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভোলায় বজ্রাঘাতে ২ জনের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/05/1443059" target="_blank"> </a></div> </div> <p>সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দিন হাওলাদার, সাবেক সভাপতি অ্যাডভোকেট ফরিদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, অ্যাডভোকেট রেজাউল করিম ফারুক, অ্যাডভোকেট কাজী আজম, অ্যাডভোকেট ইউসুফ-২,  অ্যাডভোকেট আহসান উল্লাহ সুমন, অ্যাডভোকেট আদিল মাহমুদ প্রমুখ। </p> <p>আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাছেদ এ তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, বিগত দিনে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে নিজের ইচ্ছেমতো আইনজীবী সমিতি পরিচালিত করেছেন। এমনকি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নই ছিল তাদের মূল কাজ । তাই সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের দুইজনকে অনাস্থা দেওয়া হয়েছে। এ অনাস্থা প্রস্তাবে কমিটির ১৩ সদস্যদের মধ্যে ৮জন উপস্থিত থেকে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউছুফকে (১) ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব দেওয়া হয়েছে।</p>