<p>গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে একটি মা নীলগাই বাচ্চা জন্ম দিয়েছে। গত ৫ আগস্ট থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকা সাফারি পার্ক থেকে গতকাল মঙ্গলবার রাতে এ সুখবর আসে। জন্ম নেওয়া বাচ্চাটির বয়স ২৫ দিন।</p> <p>সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গতকাল রাত পৌনে ৯টার দিকে কালের কণ্ঠকে জানিয়েছেন, গত ১০ অক্টোবর বাচ্চা জন্ম দিয়েছে একটি মা নীলগাই। জন্ম নেওয়া বাচ্চাসহ মা নীলগাইটি পুরোপুরি সুস্থ রয়েছে। তবে এটি মদ্দা নাকি মাদি তা গতকাল পর্যন্ত তাঁরা নিশ্চিত হতে পারেননি।</p> <p>তিনি আরো জানান, জন্মের পর বাচ্চাটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ফলে এত দিন তথ্যটি গণমাধ্যমকে জানানো হয়নি।</p> <p>সাফারি পার্কের কর্মকর্তারা জানান, জন্ম নেওয়া ওই বাচ্চাসহ এই সাফারি পার্কে এখন নীলগাইয়ের সংখ্যা ১০টি। এর মধ্যে তিনটি মাদি নীলগাই।</p> <p>সাফারি পার্কের কর্মকর্তারা জানান, নীলগাই বাংলাদেশ থেকে অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। তবে একসময় উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট এলাকায় নীলগাইয়ের বিচরণ ছিল। শেষবার ১৯৪০ সালে একটি নীলগাই দেখা গিয়েছিল পঞ্চগড়ে। এরপর দীর্ঘ ৮৪ বছরে বাংলাদেশের প্রকৃতিতে আর কোথাও প্রাণীটিকে দেখা যায়নি।<br />  </p>