<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রণনাশের হুমকির অভিযোগে চট্টগ্রামে আরো একটি মামলা হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক হুইপ সামশুল হকসহ ২৬৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করে মামলাটি করা হয়। গত সোমবার রাতে নগরীর সদরঘাট থানায় মামলাটি করেন মোমেন হোসেন জয় নামের এক ব্যবসায়ী।</p> <p>মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ। </p> <p>মামলার এজাহারে মোমেন হোসেন জয় উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট সকাল ১১টা থেকে ৫ আগস্ট রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় ছিলেন মামলার বাদী। তিনি আন্দোলনে সক্রিয় ছিলেন। ৪ আগস্ট আসামিরা সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা করেন। আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের মারধর ও অশ্লীল গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। আসামিদের পরিকল্পনায় ককটেল বিস্ফোরণ ও প্রকাশ্যে গুলি করে ভীতিকর পরিবেশ তৈরি করা হয়। এতে অনেক আন্দোলনকারী হতাহত হয়। </p>