<p style="text-align:justify">সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাফসান আহম্মেদ ওরফে জিতু। ২০১২ সালের ২৪ মার্চ সন্ধ্যায় নিজ প্রতিষ্ঠানের সামনেই নেতকার্মীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। ঠিক তখনই নিজ দলের প্রতিপক্ষ তাকে কুপিয়ে হত্যা করে। হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবদলের কর্মী মাহফুজুর রহমান। আদালতে তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। জিতু হত্যা মামলা আদালতে বিচারাধীন। সেই মাহফুজুর রহমান গত সোমবার ঘোষিত মহানগর বিএনপির কমিটিতে যুগ্ম-আহ্বায়কের পদ পেয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার পথে ট্রাম্প, নর্থ ক্যারোলাইনায় জয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730871501-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার পথে ট্রাম্প, নর্থ ক্যারোলাইনায় জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/06/1443387" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বরিশাল জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন। তার বাড়ি নবগ্রাম এলাকার কেরানিবাড়ি। ২০১০ সালে ২১ সেপ্টেম্বর ফেনসিডিল ও নকল ফেনসিডিল তৈরির রাসায়নিকসহ সেই বাড়ি থেকে র‌্যাব তাকে আটক করে। পরবর্তী সময়ে ২০১৩ সালের ৯ জুলাই মাদক মামলায় সাজ্জাদকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাজ্জাদের যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম উঠেছে মহানগর কমিটিতে।</p> <p style="text-align:justify">মহানগর বিএনপির ৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির ২৭ নম্বর সদস্য সোহেল সিকদার। তিনি সদ্য ঘোষিত কমিটির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারের মোটরবাইকচালক। সোহেলের গ্রামের বাড়ি বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নে। তিনি নেয়ামতি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব। বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক। ইউনিয়ন আর উপজেলা ছাপিয়ে তিনি দক্ষিণ জেলা বিএনপির সদস্য হয়েছেন। যদিও বিএনপির গঠনতন্ত্রে এক নেতা এক পদের কথা উল্লেখ রয়েছে। তবুও তিনি একাই চারটি পদের দায়িত্বে রয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপি নেতার বিনা লাভের বাজার, স্বল্প আয়ের মানুষের ভিড়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730870952-d7f38c4fe22134da4c7dc960a2407c41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপি নেতার বিনা লাভের বাজার, স্বল্প আয়ের মানুষের ভিড়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/06/1443385" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">শুধু মাহফুজুর রহমান, সাজ্জাদ হোসেন কিংবা সোহেল সিকদার নন, সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণায় সম্পৃক্ত ছিলেন এমন তিনজনও কমিটিতে স্থান পেয়েছেন। আবার সোহেলের মতো আরো অন্তত ১২ জন সদস্য রয়েছেন একাধিক পদে। উড়ে এসে জুড়ে বসে অনেকেই পদ বাগিয়েছেন। আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন এমন ব্যক্তিও পদ পেয়েছেন। পাশাপাশি সাবেক কমিটির চারজন যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিবসহ অন্তত ১১ জন পদবঞ্চিত হয়েছেন। যারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রথম সারিতে ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কর কমানোর সিদ্ধান্তে বড় উত্থান দেখল পুঁজিবাজার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730870420-4d6f4ffb272627ac7fc013b1ae80af42.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কর কমানোর সিদ্ধান্তে বড় উত্থান দেখল পুঁজিবাজার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/stock-market/2024/11/06/1443383" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক এবং জিয়াউদ্দিন সিকদারকে সদস্যসচিব করে ৪ নভেম্বর বিকেলে মহানগর বিএনপির ৪২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার সদ্য ঘোষিত কমিটির প্রথম সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সেখানে অন্তত ১৩ জন অংশ নেননি। এমনকি মহানগর বিএনপির সাবেক হেভিওয়েড নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি সভায়। সদ্য ঘোষিত কমিটি নিয়ে তাই দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে বঞ্চিত নেতাকর্মীরা দাবি করেছেন।  </p> <p style="text-align:justify"><strong>আ. লীগের সঙ্গে আঁতাতকারীরাও পদ পেয়েছেন</strong></p> <p style="text-align:justify">বরিশাল সিটি নির্বাচনে বদিউজ্জামান টলন নগরীর ১৫ নম্বর ওয়াডের আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে গিয়ে প্রচারণা চালান। সেই কার্যালয় থেকে যখন বদিউজ্জামান বের হয়ে আসছিলেন, তখন দলীয় নেতাকর্মীরা তার ভিডিও ধারণ করেন। একইভাবে রফিকুল ইসলাম মঈন ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে গিয়ে প্রচারণা চালান। মঈন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।</p> <p style="text-align:justify">মহানগর বিএনপির সদস্য দুলাল গাজী। তিনি বিএনপির আন্দোলনে ছিলেন না। তবে আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। দুলাল গাজীও নগরীর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীরের সঙ্গে নৌকার প্রচারণা চালিয়েছিলেন। এই তিনজনের প্রচারণার ভিডিও কালের কণ্ঠের কাছে রক্ষিত আছে। বরিশাল আওয়ামী আইজনীবী পরিষদের প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর। তার স্ত্রী অ্যাডভোকেট সুফিয়া আক্তার। এই সুফিয়াও মহানগরের সদস্য।</p> <p style="text-align:justify"><strong>১৩ নেতা একাধিক পদে</strong></p> <p style="text-align:justify">বিএনপির গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতি। ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিত সম্মেলনে দলটির গঠনতন্ত্রের ১৫ ধারায় বিশেষ এই বিধানটি যুক্ত করা হয়। এতে বলা হয়, কোনো ব্যক্তি একই সঙ্গে দলের কোনো পর্যায়ের কমিটির শীর্ষ দুই পদে থাকতে পারবেন না। নতুন নেতৃত্বকে জায়গা করে দিতে নতুন এই ধারা সংযুক্ত করা হয়। তবে মহানগর বিএনপির ঘোষিত কমিটিতে তা কার্যকর করা যায়নি। উল্টো ১৩ নেতা একাধিক পদ দখল করে রয়েছেন। এমন পরিস্থিতিতে মাঠে আন্দোলনে তাদের ভূমিকা নিয়ে তৃণমূলে অসন্তোষ বাড়ছে।</p> <p style="text-align:justify">কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, নগরীর ৩০ ওয়ার্ডের বিএনপির কমিটির মধ্যে ১০টি আহ্বায়ক মহানগর কমিটিতে স্থান পেয়েছেন। সাজ্জাদ হোসেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। তিনিই আবার মহানগরের যুগ্ম আহ্বায়ক। অপর যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমানও ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। </p> <p style="text-align:justify">মহানগর যুবদলের সহসভাপতি কামরুল হাসান রতন। পাশাপাশি তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন হত্যাপ্রচেষ্টার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলেও অভিযোগ উঠেছিল। সেই রতনও মহানগরে সদস্য পদ পেয়েছেন। মহানগর মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসিনা কামালও মহানগরের সদস্য।</p> <p style="text-align:justify"><strong>জায়গা হয়নি ১১ জনের</strong></p> <p style="text-align:justify">মনিরুজ্জামানকে আহ্বায়ক আর মীর জাহিদুল কবিরকে সদস্যসচিব করে ৪২ সদস্যবিশিষ্ট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি চলতি বছরের ১৪ জুন বিলুপ্ত করা হয়। সেই বিলুপ্ত কমিটির সদস্যসচিব মীর জাহিদুল কবিরের জায়গা হয়নি নতুন কমিটিতে। তার মতো বিলুপ্ত কমিটির চার আহ্বায়কসহ ১১ জন সদ্য কমিটিতে বঞ্চিত হয়েছেন। গেল সিটি নির্বাচনে সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছিল। এ ছাড়া আরো দুই সদস্য মারা গেছেন। সব মিলিয়ে ২২ জন নতুন কমিটিতে স্থান পেয়েছেন। ঘোষিত কমিটির অপর ২০ জনই নতুন মুখ।</p> <p style="text-align:justify"><strong>বিতর্কিত</strong><strong>রাও কমিটিতে</strong></p> <p style="text-align:justify">জসিম উদ্দিন খান। ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর থেকে ভারতে ছিলেন। বৈষাম্যবিরোধি আন্দোলনেও ছিলেন না। তবুও তিনি মহানগরের যুগ্ম-আহবায়ক পদ পেয়েছেন। জহিরুল ইসলাম লিটুও যুগ্ম-আহবায়ক পদ পেয়েছেন। তার বিরুদ্ধে নবজাগর ক্লাব দখলের অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছিল। সেখানে তার বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছিল।</p> <p style="text-align:justify">প্রকৌশলী একেএম মিজানুর রহমান চাকুরি করতেন বিদ্যুৎ বিভাগে, তাও চট্রগ্রামে। সম্প্রতি তিনি অবসরে গিয়েই দলে পদ পেয়েছেন। প্রবাসী মাসুদ হাওলাদার কালেভাদ্রে বরিশালে আসেন, ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর খসরুল আলম তপনকে রাজনীতির মাঠে দেখা যায়নি। প্রথম যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীনের মোটরসাইকেলচালক নুরুল ইসলাম পনির। বিএনপির সহযোগী সংগঠনে সঙ্গে পনির কখনোই যুক্ত ছিলেন না।</p> <p style="text-align:justify">বঞ্চিতরা বলেন, আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার আর প্রথম যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন মিলে পকেট কমিটি করেছেন। সেই কমিটি কেন্দ্র অনুমোদন দিয়েছে। এই মঙ্গলবার দলীয় কার্যালয়ে প্রথম সভা করেছে। সেখানে কমিটির ১৩ জন অংশগ্রহণ করেননি। তারাসহ বঞ্চিতরা অচিরেই নতুন কর্মসূচি ঘোষণা করবে।</p> <p style="text-align:justify">মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক মুঠোফোনে বলেন, জিতু হত্যা মামলার আসামি মাহফুজুর রহমান। তার বিরুদ্ধে আদালত রায় ঘোষণা করেনি। তার আগেই আমরা কেন দল থেকে বাদ দেব। মাদক মামলায় জাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাজ্জাদের প্রসঙ্গে বলেন, মজিবর রহমান সরোয়ারের সময় থেকে তিনি রাজনীতিতে যুক্ত রয়েছেন। তখনো তিনি দণ্ডপ্রাপ্ত ছিলেন। এ নিয়ে তখন কথা ওঠেনি।</p> <p style="text-align:justify">অন্তত ১৩ নেতা একাধিক পদে থাকা প্রসঙ্গে মনিরুজ্জামান খান ফারুক বলেন, এটা কেন্দ্রের বিষয়, তৃণমূলের নয়। তবুও আমরা তাদের ওয়ার্ড পর্যায়ের পদ থেকে পদত্যাগ করতে বলেছি। ইতিমধ্যেই সাতজন পদত্যাগ করেছেন। </p> <p style="text-align:justify">আওয়ামী লীগের নির্বাচনে প্রচারণার ব্যাপারে বলেন, অভিযুক্তদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা বলেছেন, দলীয় কার্যালয়ের সামনে থেকে যখন যাচ্ছিলেন, তখন নৌকার কর্মীরা তাদের কার্যালয়ে বসিয়েছেন। এটা অন্যায়ের কিছু না। ত্যাগীদের মূল্যায়ন করার ফলে পুরনোরা বাদ পড়েছেন।</p>