<p>গাজীপুরের কাশিমপুরে দুই শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া পূবাইল এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত এক পোশাককর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।</p> <p>নিহতরা হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। তারা উভয়ে কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিমের বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন।</p> <p>পূবাইলে নিহত রাজিব একন (৩২) বাগেরহাটের মোরলগঞ্জের মধ্য বরিশাল গ্রামের আবুল কালাম একনের ছেলে।  পূবাইলের হারবাইদ এলাকায় বোকারী হোসেনের ভাড়া বাড়িতে থেকে পূবাইল হাড়ি বাড়ির টেক এলাকায় এ এন্ড ট্রাউজার্স গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন।</p> <p>কাশিমপুর পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতরা মঙ্গলবার তাদের কারখানায় অনুপস্থিত ছিলেন। কারণে কারখানার কর্তৃপক্ষ প্রথমে তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কারখানা ছুটির পর তাদের সন্ধানে কারখানা থেকে তাদের বাসায় লোক পাঠানো হয়। গত রাত ১২টায় তারা বাসায় গিয়ে তাদের ফ্ল্যাটের দরজা ভেজা অবস্থায় পায়। পরে ভিতরে প্রবেশ করে মরদেহ ঘরের ফ্লোরে পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।</p> <p>ওই ভবনের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত রাজু ক্যাডেট একাডেমি নামে একটি স্কুল ছিল। সেই একাডেমির পরিচালক<br /> মো. সানোয়ার হোসেন বলেন, মঙ্গলবার বিকেল ৫টা সময় ওই ভবনের কেয়ারটেকার বকুল ফোন করে আমার কাছ থেকে চাবি নেয়। পরবর্তীতে চাবি চাইলে পাশের দোকানে চাবি রাখা আছে বলে জানায়। পরে বকুল রাত ১০টা সময় ফোন করে বলে স্কুলে আসেন। স্কুলে এসে দেখি প্রশাসনের লোক এবং ফ্লোরের ওই দুই যুবকের মরদেহ পরে আছে।</p> <p>গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।</p> <p>মামলা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই ৩ নভেম্বর অফিস শেষ করে সন্ধ্যায় অটোরিকশা করে বাড়িতে ফিরছিলেন রাজিব। পূবাইলের বসুগাঁও এলাকার সাইফ পাওয়ার কারখানার সামনে তাকে বহনকারী অটোরিকশাকে গতিরোধ করে দুটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত ৫-৬ জন দুর্বৃত্তের। এরপর তারা রাজিবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার বিকেলে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা করেন।</p> <p>পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।</p>