<p>পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সারা দেশে যেসব উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, সেখানে কোনো অনিয়ম, দুর্নীতি ও প্রকল্প বাস্তবায়নে কোনো  গাফিলতি আছে কি না, সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে। বেসরকারি স্থানীয় লোকজন এবং শিক্ষার্থীদের নিয়ে মনিটরিং কমিটি করা হচ্ছে। তদন্ত শেষে ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।</p> <p>বুধবার (৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730884648-c902dbdd1fcb4af3350e3d618b0a6fec.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/06/1443441" target="_blank"> </a></div> </div> <p>উপদেষ্টা আরো বলেন,  নদীতীরবর্তী ভাঙন এলাকার উন্নয়নে গুরুত্ব বেধে সুষম বরাদ্দ বণ্টন করা হবে। পাশাপাশি নদীতীরে জেগে ওঠা চরে শুধু শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। এসব এলাকায় ভাঙনকবলিত ক্ষতিগ্রস্ত লোকজনকেও পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে।</p> <p>সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর উপজেলার পাঁচিল পর্যন্ত ৬৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ সাড়ে ৬ কিলোমিটার যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, অভিযোগটি আমরা গ্রহণ করছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</p> <p>এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোকলেছুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।<br />  </p>