<p>ঝিনাইদহ মহেশপুর সীমান্ত থেকে নারী পাচারকারীসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ নভেম্বর) মধ্যরাতে উপজেলার রুলি গ্রামের মোমিনতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730884648-c902dbdd1fcb4af3350e3d618b0a6fec.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/06/1443441" target="_blank"> </a></div> </div> <p>আটকরা হলেন- ঢাকার পশ্চিম চাঁদ খানের ছেলে মঞ্জু খান, চাঁদপুরের মতলবপুর উপজেলার সুজাতপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম, নরসিংদীর পলাশ উপজেলার খানপুর গ্রামের মনছুর আলীর মেয়ে রুবিনা আক্তার, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পূনর্বাসন কেন্দ্রের ছাত্তার ব্যাপারীর মেয়ে নিশি খাতুন, ঢাকার রামপুরা এলাকার রুমিজুল ইসলামের মেয়ে রুমি আক্তার ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার সূর্যখালী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে লাবনী আক্তার।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল আজিজুস শহীদ কালের কণ্ঠকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোমিনতলা এলাকা দিয়ে এক পাচারকারী নারী পাচার করছে। সেসময় আমাদের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে পাচারকারী মঞ্জু খানসহ ৫ নারীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।’</p>