<p>নওগাঁর রানীনগরে পুলিশ পরিচয়ে ঘুম থেকে ডেকে তুলে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে সাতটি গরু লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলা সদরের বিষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। </p> <p>খামারের মালিক বিষ্ণপুর গ্রামের সিরাজুল মণ্ডলের ছেলে আব্দুস সালাম মণ্ডল জানান, খামারের পাশেই একটি ঘরে থেকে খামার পাহারা দিতেন তার বাবা। মঙ্গলবার গভীর রাতে ১০-১২ জনের একটি দল খামারে হানা দিয়ে তালা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর থানার পুলিশ পরিচয় দিয়ে বাবাকে ডেকে তুলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে তারা। পরে মুখ, হাত-পা বেঁধে রেখে খামার থেকে আটটি গরু লুট করে নিয়ে যায়। এ সময় একটি গরু ছুটে খামারে ফিরে আসে। এতে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।</p> <p>রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধার এবং লুটকারীদের ধরতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।</p>