<p>রংপুরের পীরগঞ্জ উপজেলার ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মানিকগঞ্জ থানার একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা শামিউর রহমান কম্পন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর থানা ও পীরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।</p> <p>পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর শেওতা গ্রামের রতন মিয়ার ছেলে এবং মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শামিউর রহমান কম্পন গত ২০ দিন ধরে তার এক পরিচিত ব্যক্তির আশ্রয়ে ওই কলেজে অবস্থান করছিলেন।</p> <p>গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ থানা পুলিশ, পীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে কম্পনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে কম্পন গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিলে আহত হন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া কলেজে আশ্রয়দাতা হিসেবে কলেজটির বাবুর্চি, মানিকগঞ্জ সদর থানার পশ্চিম দাশরা গ্রামের ইউসুফ ব্যাপারীর ছেলে রাকি হায়দার এবং শিক্ষার্থী পীরগঞ্জের ফাহিম ইসতিয়াক নীরবকেও আটক করা হয়েছে।</p> <p>পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা কম্পনের বিরুদ্ধে মানিকগঞ্জে ফৌজদারি আইনের ২৬(৯)২৪ ধারার মামলাসহ একাধিক মামলা রয়েছে।</p> <p>পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক জানান, আটককৃত অন্য দুজনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।</p> <p>কলেজটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা এ ব্যাপারে পুলিশকে পর্যাপ্ত সহযোগিতা করেছি এবং বুধবার সেনাবাহিনীর একটি টিম কলেজে এসেছিল।’</p>