<p style="text-align:justify">চাঁদাবাজি মামলায় বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) দুপুরে রামপাল সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ নাসির উদ্দিনকে বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে।</p> <p style="text-align:justify">জানা যায়, শেখ নাসির উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ছাড়াও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের এক নারী সদস্যকে মারপিটসহ একাধিক অভিযোগ রয়েছে।</p> <p style="text-align:justify">রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, রামপাল উপজেলার বড় কাটাখালী গ্রামের ইউসুফ আলী খান বাদি হয়ে গত ৩০ অক্টোবর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।<br />  </p>