<p>নতুন করে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া উপলক্ষে বান্দরবানের বিভিন্ন পর্যটন সেবা খাতে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।</p> <p>বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বান্দরবান হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।</p> <p>লিখিত বক্তব্যে বলা হয়, আবাসিক হোটেলে রুম বুকিংয়ের ক্ষেত্রে ৩৫ শতাংশ এবং রিসোর্ট বুকিংয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া খাবার হোটেল, রেস্টুরেন্টে ১০ শতাংশ, পর্যটকবাহী জিপ, কার, মাইক্রোবাস (চাঁদের গাড়ি) ব্যবহারের ক্ষেত্রে ২০ শতাংশ এবং পর্যটকবাহী সিএনজি ও মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ব্যবহারের ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শামুক বিক্রি করে সংসার চলছে শার্শার ৭ শতাধিক পরিবারের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730955214-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শামুক বিক্রি করে সংসার চলছে শার্শার ৭ শতাধিক পরিবারের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/07/1443790" target="_blank"> </a></div> </div> <p>এ সময় আরো বক্তব্য প্রদান করেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলম এবং সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম।</p> <p>আয়োজকরা জানান, পর্যটকদের বান্দরবান ভ্রমণে আগ্রহী করার লক্ষ্যে এই ছাড় ঘোষণা করা হচ্ছে। নভেম্বর মাসব্যাপী পর্যটকরা এই বিশেষ রেয়াতের সুবিধা পাবেন।</p> <p>নিরাপত্তাজনিত কারণে গত ৮ অক্টোবর থেকে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় পর্যটক ভ্রমণের ওপর বিধি-নিষেধ আরোপ করে স্থানীয় প্রশাসন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেনাবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ বিএনপি নেতা আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730960220-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেনাবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ বিএনপি নেতা আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/07/1443813" target="_blank"> </a></div> </div> <p>গতকাল বুধবার (৬ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ৭ নভেম্বর থেকে নীলগিরিসহ বান্দরবান জেলা সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর থেকে বিধি-নিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলোও ধাপে ধাপে খুলে দেওয়া হবে।</p> <p>এর আগে গত ১ নভেম্বর থেকে সাজেক ছাড়া রাঙামাটি জেলা এবং ৫ নভেম্বর থেকে রাঙামাটির সাজেক এবং খাগড়াছড়ি জেলার পর্যটনকেন্দ্রগুলো পর্যটক ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়।</p>