<p>মাদক মামলায় যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা মেহেদী হাসান রাজাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ডের আদেশ দিয়েছে আদালত। </p> <p>বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মেহেদী হাসান রাজা শহরের বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার ফজলুল করীম টুটুলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫৬ বছর বয়সে নাইজেরিয়ার সেনাপ্রধানের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730970830-8a8bb7572d0d89f0e75c708cfe169f68.jfif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫৬ বছর বয়সে নাইজেরিয়ার সেনাপ্রধানের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/07/1443855" target="_blank"> </a></div> </div> <p>মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৭ সালের ১৪ নভেম্বর রাতে কোতয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আমতলা কবরস্থান এলাকায় অভিযান চালায়। এসময় জনৈক রহমানের মুদি দোকানের সামনে থেকে সন্দেহ জনকভাবে মেহেদী হাসান রাজাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন ও এক রাউন্ড গুলিসহ একটি দেশিয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই ওহেদুজ্জামান বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এসআই মোকলেছুজ্জামান অস্ত্র ও মাদক আইনে আটক মেহেদী হাসান রাজাকে অভিযুক্ত করে আদালতে আলাদা চার্জশীট জমা দেন।</p> <p>এরপর মাদক মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে মেহেদী হাসান রাজার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মেহেদী হাসান রাজা কারাগারে আটক আছে।</p>