<p>মাদক সেবনের দায়ে নাটোরের বাগাতিপাড়ায় এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।</p> <p>বুধবার (৬ নভেম্বর) উপজেলার তমালতলা এলাকায় এক অভিযান চালিয়ে আব্দুল মান্নান নামের এক ব্যাক্তিকে এ সাজা দেওয়া হয়।</p> <p>দণ্ডপ্রাপ্ত মান্নান উপজেলার চকহরিরামপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি, দেশজুড়ে তথ্য নেবেন ৯৫ হাজার কর্মী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730975048-e002c1c4e0c0644b41f15955c1207684.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি, দেশজুড়ে তথ্য নেবেন ৯৫ হাজার কর্মী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/07/1443874" target="_blank"> </a></div> </div> <p>ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে মান্নানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। এ সময় তার কাছে থাকা ১০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অনামিকা নজরুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।</p>