<p>কুমিল্লায় চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মামুন পারভেজের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ থেকে দেড়টা পর্যন্ত মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় অবস্থান নেন ওই কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ ৬ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্ট হয়।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে অধ্যক্ষ মো. মামুন পারভেজকে তার কুমিল্লার বাসা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে কলেজ এসে শিক্ষার্থীরা এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে বিক্ষোভ করে তারা।</p> <p>চান্দিনা মহিলা কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, ‘এর আগে কোনো প্রকার মামলা ছাড়াই কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়াকে চান্দিনার বাসা থেকে তুলে নেওয়া হয়। সে সময় মোটা অঙ্কের টাকা দেওয়ার পরও মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। গতকাল রাতে একই কৌশলে নিজ বাসা থেকে অধ্যক্ষকে তুলে নেয় জেলা গোয়েন্দা পুলিশ। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহারের বিচারসহ অধ্যক্ষের নিঃশর্ত মুক্তি চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/05/20/1716191874-cb47538176942de9abf1c17e1788079a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/05/20/1389640" target="_blank"> </a></div> </div> <p>কলেজ অধ্যক্ষসহ একই কলেজের দুইজনকে পরপর গ্রেপ্তারের ঘটনায় চান্দিনা মহিলা কলেজের শিক্ষকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, ‘কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। শিক্ষকদের এভাবে লাঞ্ছিত করে সম্মানহানি করার নাম কি রাজনীতি? এখন কলেজে যাওয়া-আসা নিয়ে আমাদের শঙ্কা দেখা দিয়েছে। স্ত্রী-সন্তান নিয়ে বাসায় ঘুমানোও দায় হয়ে দাঁড়িয়েছে।’</p> <p>শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তারা অধ্যক্ষের মুক্তির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল পৌনে ৪টা) শিক্ষার্থীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান করছে। এদিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে জেলা ও হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।</p> <p>হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘খবর পেয়ে আমাদের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস-লরি, ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730802834-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস-লরি, ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/05/1443034" target="_blank"> </a></div> </div> <p>চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে এনেছি। এখন পর্যন্ত (বিকাল পৌনে ৪টা) তারা আমার উপজেলা পরিষদেই আছে। অধ্যক্ষ মামুন পারভেজ যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পান সেই বিষয়টি আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করি।’</p>