<p>‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্যের আলোকে ‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে নেত্রকোনার কেন্দুয়ায় ২৫ জন নারী শিক্ষার্থীকে বিনা মূল্যে ল্যাপটপ দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। </p> <p>বৃহস্পতিবার (৭ নভেম্বর) কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও ব্যাবিলন রিসোর্স লিমিটেডের সহযোগিতায় কেন্দুয়া উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। </p> <p>এ সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সরাসরি নির্দেশনায় নারীদের কর্মক্ষম ও দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ ও ল্যাপটপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। নারীর ক্ষমতায়ন বাড়বে। আমি চাইব, এই ল্যাপটপের সঠিক ব্যবহার আপনারা করবেন। নিজেকে স্বাবলম্বী এবং দেশকে শক্তিশালী করতে কাজ করে যাবেন।’</p> <p>প্রশিক্ষণার্থী তাসলিমা সুলতানা মুন্নি বলেন, ‘অনলাইনে বিজ্ঞপ্তি দেখে আমি এ কোর্সে আবেদন করি। এরপর ভাইভা দিয়ে ৬ মাসের প্রশিক্ষণ চলাকালে আজ আমাদের ২৫ জনকে বিনা মূল্যে ল্যাপটপ দেওয়া হয়েছে। আমাদের কম্পিউটার বেসিক থেকে শুরু করে যাবতীয় কাজ শেখানো হয়েছে। এমনকি নষ্ট হলে প্রাথমিকভাবে ঠিক করাও শিখিয়েছে। আমাদের মধ্যে অনেকেরই ল্যাপটপ কেনার সামর্থ্য নেই। বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ায় আমাদের শিক্ষণীয় কাজগুলো চর্চায় থাকবে এবং আইসিটি সেক্টরের মাধ্যমে আমরা স্বাবলম্বী হতে পারব।’</p> <p>এ সময় ‘হার পাওয়ার’ প্রকল্পের ম্যানেজার এস এম আল জুবায়ের, সহকারী প্রকল্প ব্যবস্থাপক কাজী সাইফুল ইসলাম, স্থানীয় উপজেলা আইসিটি অফিসার মো. আজিজুল হক, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূইয়া, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, জিয়াউর রহমান জীবন, নারী প্রশিক্ষণার্থীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।</p>