<p>চাঁপাইনবাবগঞ্জে ৩টি ওয়ানশুটারগান বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়ের একটি মামলায় জনি রহমান (৩৮) নামে এক যুবককে ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন স্পেশাল টাইব্যুনাল।</p> <p>বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান একমাত্র আসামি জনির অনুপস্থিতিতে আদেশ দেন। </p> <p>জনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর গ্রামের মৃত কুরবান আলীর ছেলে। </p> <p>রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২২ সালের ৩১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গোমস্তাপুরের বংপুর এলাকায় রহনপুর থেকে আড্ডাগামী সড়কের ওপর র‌্যাব-৫ রাজশাহীর অভিযানে ৩টি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার হন জনি। এ ঘটনায় পরদিন ১ ফেব্রুয়ারি গোমস্তাপুর থানায় জনিকে একমাত্র আসামি করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) আবু সাব্বির রাবু।<br />  <br /> মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং গোমস্তাপুর থানার তৎকালীন পরিদর্শক ও অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি জনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত জনিকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার ১৫ বছরের সাজা দেন।</p> <p>আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. ইসমাইল।</p>