<p>বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের মানুষ গত ৫ আগস্ট স্বৈরাচারকে সমূলে উৎখাত করেছে। এখন দেশে গণতন্ত্র ও দেশের মানুষকে পূর্ণভাবে মুক্ত করতে ইসলামী আদর্শের ভিত্তিতে প্রয়োজন আরেকটি বিপ্লব, যা এই জাতির ভবিষ্যৎ রচনা করবে।</p> <p>বৃহস্পতিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রবাস জীবনের গল্প নিয়ে নাটক ‘দূরদেশ’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730984883-948bf9737e420e61f512176fb781d9d8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রবাসজীবনের গল্প নিয়ে নাটক ‘দূরদেশ’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/07/1443935" target="_blank"> </a></div> </div> <p>শাহজাহান চৌধুরী বলেন, ৭ নভেম্বর হলো সিপাহি-জনতার বিপ্লব। ৭ নভেম্বর হলো এ দেশের তৌহিদি জনতার সম্পদ। ৭ নভেম্বর একনায়কতন্ত্র, শোষণ ও জুলুমের বিরুদ্ধে যেভাবে দেশের মানুষ সম্মিলিতভাবে গর্জে উঠেছিল, একইভাবে ৫ আগস্ট ছাত্র-জনতা সব আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছে।</p> <p>তিনি বলেন, আওয়ামী লীগ মুনাফেক, গাদ্দার, বাকশালী ও ইসলামবিদ্বেষী একটি দল। ১৯৭২-৭৫ সাল ছিল আইয়ামে জাহেলিয়ার যুগ। এই শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলাম এবং মুসলিম জনতার। শেখ মুজিবের মাথার টুপি মুসলমানের টুপি নয়, এটা হলো মহাত্মা গান্ধীর মাথার টুপি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭ দিন পর যুবলীগ নেতার মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730984802-5836505acdf8e9e8b84d20df415f0989.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর ৭ দিন পর যুবলীগ নেতার মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/07/1443934" target="_blank"> </a></div> </div> <p>প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরো বলেন, ‘৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে শৃঙ্খলমুক্ত করা হয়েছিল। মূলত বিপ্লব ও সংহতি দিবসের চেতনা আধিপত্যবাদী ও স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের চেতনা। তাই ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও জুলুমতন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।’</p> <p>বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনাসভায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।</p>