<p>শেখ হাসিনা একদলীয় পারিবারিক শাসনব্যবস্থা চালু রাখতে সংবিধানকে ধূলিসাৎ করে দিয়ে গেছেন। শেখ হাসিনা আর নেত্রী হয়ে নয়, হত্যা মামলার আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে দেশে ফিরে আসবেন। তার সমর্থনে যারা মোবাইলে বিভিন্ন অপপ্রচার করছেন, অচিরেই তা-ও ফিকে হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।</p> <p>বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত বিশাল গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>মো. শাহজাহান বলেন, ‘দেশের ছাত্র, জনতা ও বিএনপির হাজার হাজার কর্মী বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। তাদের এ বিশাল অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বর্তমান সরকারও আমাদের আন্দোলনের ফসল তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি।’</p> <p>তিনি আরো বলেন, ষড়যন্ত্র বন্ধ করতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই অনতিবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় চক্রান্তকারীদের ষড়যন্ত্রের ডালপালা আরো বাড়তে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার সংস্পর্শে দুর্বল হয়ে যাই : সোহেল তাজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730815445-740565d0c0299abf91fec1a2f7b521fb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার সংস্পর্শে দুর্বল হয়ে যাই : সোহেল তাজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1443101" target="_blank"> </a></div> </div> <p>বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা গত ১৭ বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারিনি। আমাদের দেশের ছাত্র, জনতা, মেহনতি মানুষ, বিএনপির হাজার হাজার কর্মী, বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের কর্মীরা, সাধারণ ছাত্ররা বুকের রক্ত দিয়ে আজকে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে।’</p> <p>তিনি বলেন, ‘আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম রক্ত দিয়ে, কিন্তু বেশিদিন ধরে রাখতে পারিনি। আজকে আমাদের যে অর্জন, এ অর্জনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ অর্জনকে ধরে রাখতে হবে। তাই আজকে কেউ কারো বিরুদ্ধে আবেগপ্রবণ কথা না বলে, কোনো দুশ্চিন্তা-কুচিন্তা না করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাসিনার বিবৃতিকে ‘ভণ্ডামি’ বললেন সোহেল তাজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730636107-9e8a01bfb2c96c61eda1158eb7452e8d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাসিনার বিবৃতিকে ‘ভণ্ডামি’ বললেন সোহেল তাজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/03/1442297" target="_blank"> </a></div> </div> <p>গণজমায়েতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি। এতে আরো বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে মো. শাহজাহানের নেতৃত্বে একটি বর্ণিল শোভাযাত্রা জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।</p>