<p>বন্ধ ঘোষণা করা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের ছয়টি কারখানার ২৩৯ শ্রমিক ছাঁটাই করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ছাঁটাই করা শ্রমিকদের তালিকা কারখানার প্রধান ফটকে টানিয়ে দেওয়া হয়। </p> <p>বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২৩৯ জন শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান।</p> <p>তুসুকা কারখানার এক শ্রমিক বলেন, সকালে কারখানা গেটে এসে ছাঁটাইদের নামের তালিকা টানানো দেখেন তিনি।  </p> <p>কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সূত্র জানায়, ২ নভেম্বর কয়েক দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ, ভাঙচুর ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে শ্রমিকরা। আন্দোলনের কারণে ৩ নভেম্বর থেকে তুসুকা গ্রুপের তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা প্যাকেজিং লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড এবং তুসুকা ওয়াশিং লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। </p>