<p>গণমানুষের জীবনযাত্রার খরচ কমাতে এবং তাদের পাশে দাঁড়াতে গণঅধিকার পরিষদ বেনাপোল চালু করেছে ‘স্বস্তির বাজার’। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শার্শা উপজেলা শাখার পরিচালনায় এই বিশেষ বাজারে বিনা লাভে কাঁচা তরকারি ও সবজি বিক্রি করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচির উদ্বোধন করেন।</p> <p>ক্রেতারা বলেন, ‘এই স্বস্তির বাজার আমাদের অনেক সাহায্য করবে, কারণ এখানে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছি।’ আরও <br /> অন্য এক ক্রেতা বলেন, অধিকাংশ মানুষই এখানে আসতে পারবে এবং কিছুটা হলেও নিজেদের খরচ কমাতে পারবে।</p> <p>উদ্বোধনী অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো আশিক ইকবাল বলেন, ‘গণঅধিকার পরিষদ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের জন্য এই বাজার ছোট হলেও স্বস্তি এনে দেবে। কৃষকরা ২/৩ মাস ধরে তাদের সময়, শ্রম ও অর্থ দিয়ে সবজি উৎপাদন করে যে দাম পায় তার থেকে দ্বিগুণ তিনগুণ লাভ করে মধ্যাসত্বভোগীরা। যাদেরকে আমরা সিন্ডিকেট নামে চিনি। এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যেই গণঅধিকার পরিষদ এই উদ্যোগ নিয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গণঅধিকার পরিষদের ‘স্বস্তির হাট’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730021058-34d9d9ccc750a7c0bcbd2bfdd9a26e33.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গণঅধিকার পরিষদের ‘স্বস্তির হাট’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/27/1439701" target="_blank"> </a></div> </div> <p>উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের বিভাগীয় সহ-ভূমি ও পুনর্বাসন সম্পাদক এ বি এম আশিকুর রহমান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-মানব অধিকার বিষয়ক সম্পাদক মো. শাহাবুদ্দিন শান্ত ও ছাত্র অধিকার পরিষদ যশোরের সহ-সভাপতি রাসেল মাহমুদ, সাবেক সহ-সভাপতি মো. সাজিদুর রহমান শিপু, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী। এছাড়াও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ শার্শা উপজেলা শাখার নেতাকর্মীরা।</p>