<p style="text-align:justify">মহেশখালীর পাহাড়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১২টি বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন কর্মীরা। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের বারিয়ারছড়ি এলাকায় অভিযান চালিয়ে হনুমানগুলো উদ্ধার করা হয়। বন বিভাগের শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="মানুষের হাতে থাকা ৯ হাজার কোটি টাকা ফিরেছে ব্যাংকে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731038673-4218fe6216f044f3f18533edc25e041a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">মানুষের হাতে থাকা ৯ হাজার কোটি টাকা ফিরেছে ব্যাংকে</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/08/1444191" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">তিনি জানান, পাহাড়ের ভেতরে একটি পরিত্যক্ত বাড়িতে একদল বনদস্যু বিলুপ্তপ্রায় ১২টি বন্য প্রাণী মুখপোড়া হনুমান পাচারের জন্য খাঁচায় আটকে রেখেছিল। গোপন সংবাদে এ খবর পেয়ে স্থানীয় বন বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে বাচ্চাসহ ১২টি হনুমান উদ্ধার করে। </p> <p style="text-align:justify">অভিযানের সময় পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি। বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক এ বিষয়ে  বলেন, বন্য প্রাণী পাচার চক্রে কারা জড়িত তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা হনুমানগুলো পাহাড়ে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="বায়ুদূষণে আজও শীর্ষে লাহোর, ঢাকার বাতাস কেমন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731039285-86129fb3a0d5a1eac3824d5e866af08f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">বায়ুদূষণে আজও শীর্ষে লাহোর, ঢাকার বাতাস কেমন?</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/08/1444194" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">স্থানীয় পরিবেশবাদীরা জানান, মহেশখালী দ্বীপের পাহাড় থেকে বন্য প্রাণী পাচার হচ্ছে দীর্ঘদিন ধরে। পরিবেশবাদী সংগঠন ইয়ুথ ফর ইকোলজি কনজারভেশনের টীম লিডার এস এম রুবেল বন্যপ্রাণী পাচারকারীদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।</p>