<p>চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাঁদপুর গ্রামে একটি আমগাছে উঠে বাড়ির জ্বালানির জন্য শুকনা লাকড়ি সংগ্রহের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মারুফ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল করিমের ছেলে ও ভোলাহাট চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বাড়ির প্রায় এক কিলোমিটার দূরের ওই গাছে চড়ে লাকড়ি সংগ্রহ করছিল মারুফ। এক পর্যায়ে অসাবধানতাবশত গাছ ঘেঁষে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চালন তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই তার মৃত্যু হয়। ডালে আটকে ঝুলতে থাকে তার মরদেহ। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গাছ থেকে মরদেহ নামায়।</p> <p>শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারুফের মরদেহ উদ্ধার করে। পরে আইনি কার্যক্রম শেষে মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’</p>