<p>ঝিনাইদহে জামায়াতের কর্মী আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামি ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে সাভার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস শুক্রবার (৮ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। </p> <p>গ্রেপ্তার তাহজীব আলম মুক্তিযুদ্ধের সংগঠক নূরে আলম সিদ্দিকীর ছেলে। নূরে আলম সিদ্দিকী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার ছাত্র নেতার একজন। যিনি ১৯৭০ থেকে ১৯৭২ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং পরে সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে তাহজীব আলম ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হলেও গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে হেরে যান।</p> <p>র‌্যাব জানায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে একটি বিক্ষোভ মিছিলে জামায়াতের কর্মী আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে ১১ বছর পর গত ২৭ আগস্ট ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করা হয়। নিহত আবদুস সালামের শ্বশুর সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়। এ ছাড়া হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার একাধিক নাশকতার মামলার অন্যতম আসামিও তাহজীব আলম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এখানে গণতন্ত্র ছাড়া অন্য কোনো কিছু চলবে না : মির্জা ফখরুল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731064692-2c40b99afa32c12b8d8cc4597114417f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এখানে গণতন্ত্র ছাড়া অন্য কোনো কিছু চলবে না : মির্জা ফখরুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/08/1444275" target="_blank"> </a></div> </div> <p>র‌্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় বৃহস্পতিবার রাতে সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।</p>