<p style="text-align:justify">সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন।  </p> <p style="text-align:justify">তানভীর হুদা বলেন, ‘এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, দীর্ঘ ১৭টি বছর স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুম-খুন করে বাকরুদ্ধ করে রেখেছিলেন। পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো থেমে নেই, তারা নানা ষড়যন্ত্র করছে। তাদের মোকাবেলা করতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘বিএনপি দিনের ভোট রাতে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন চায় না। বিএনপি ও তারেক রহমান চায়, আমার ভোট আমি দেব।’</p> <p style="text-align:justify">মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির খানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব শাহ আলম ভূইয়া প্রমুখ।</p>