<p>নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন আনু হত্যা মামলার আসামি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকে জিজ্ঞাসাবাদে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ ছাড়া নিহতের সাবেক স্ত্রী পাপিয়া আক্তার পান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। </p> <p>শুক্রবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালতে গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে বৃহস্পতিবার রাজধানী ঢাকার শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। </p> <p>গ্রেপ্তারে বিষয়ে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার শাহবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। </p> <p>রিমান্ডের বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, শুক্রবার বিকেলে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে রাসেল মাহমুদকে দুই দিনের ও পাপিয়া আক্তার পান্নাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।</p> <p> </p>