<p>জামালপুরের মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের ছাদ থেকে লাফিয়ে নিচে নামতে গিয়ে এক হাত এক পা হারিয়েছেন মোহাম্মদ আনিছুর রহমান (১৫) নামের এক কিশোর।</p> <p>শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে মেলান্দহ স্টেশনের এক নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। এক হাত ও পা বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ১০ মিনিট রেলওয়ে লাইনে পড়েছিল। এসময় লোকজন তাকে না ধরে ছবি তুলতে থাকেন। প্রায় ১০ মিনিট পর কয়েকজন স্থানীয় ওই কিশোরকে উদ্ধার করে।</p> <p>ট্রেনে কাটা পড়া কিশোর কুমিল্লা জেলার সদর থানার শাকতলা গ্রামের মোহাম্মদ আখতার হোসেন এবং মৃত সুমি আক্তারের ছেলে।</p> <p>প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি মেলান্দহ রেল স্টেশনে থামার উদ্দেশ্যে ধীরগতিতে চলার সময় আনিসুর রহমান (১৫) ট্রেনের ছাদ থেকে লাফ দিলে নিচে পড়ে যায়। এসময় তার ডান হাত ট্রেনের নিচে পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তার একটি পা কাটা পড়ে। রেল লাইনে প্রায় ১০ মিনিট পড়ে থাকার পড়ে স্থানীয়রা উদ্ধার করে। এসময় ওই কিশোর তার পরিচয় দেন। পরে তার পরিবারের ফোন নম্বরও তিনি বলেন। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছে।</p> <p>মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ‘রেল স্টেশনে ট্রেনের নিচে পড়ে এক হাত ও পা বিচ্ছিন্ন হওয়ার খবর শুনেছি। আমরা ওই ঘটনার খবর শুনে দ্রুত একটি টিম পাঠিয়েছিলাম।</p>