<p>সিরাজগঞ্জের কাজিপুরে নতুন মেঘাই নামক স্থানে হঠাৎ করেই যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। শুক্রবার (৯ নভেম্বর) রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বাঁধের প্রায় ৬৫ মিটার এলাকা ধসে গেছে। খবর পেয়ে রাতেই কাজিপুর সেনাক্যাম্পের সদস্যরা ওই ধস ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ফেলানোর কাজ শুরু করে।</p> <p>এদিকে শুষ্ক মৌসুমে বাঁধ ধসের ঘটনায় নদীর তীরবর্তী এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। </p> <p>সরেজমিন দেখা গেছে, সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষও বাঁধের ধস ঠেকাতে জিওব্যাগে বালি ভর্তি ও ফেলানোর কাজ করছে। কাজিপুর সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এই কাজ চলছে।</p> <p>সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, ‘সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। পরে সেনাসদস্যদের সহায়তায় ভাঙন ঠেকাতে শনিবার দুপুর পর্যন্ত প্রায় ৬৫০ টি বালিভর্তি জিওব্যাগ ফেলা হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবেন না’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731149305-b7a4802a1e1999f18bce7a74149da55f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবেন না’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444603" target="_blank"> </a></div> </div> <p>তিনি জানান, মূলত প্রায় দুইশ মিটার নদীর অভ্যন্তরে বিশাল চর জেগে উঠেছে। ফলে নদীর স্রোত এসে সরাসরি তীরে আছড়ে পড়ছে। এর ফলে এই ধসের সৃষ্টি হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধস নিয়ন্ত্রণে এসেছে বলেও তিনি দাবি করেন।</p>