<p style="text-align:justify">চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা কর্মকারপাড়া এলাকায় অবস্থিত চরজোত প্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরে হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অজিত দাস অজ্ঞাতপরিচয় একদল সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন। </p> <p style="text-align:justify">মামলার এজাহরে অভিযোগ করা হয়েছে, দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত গত শুক্রবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে মন্দিরের দেয়াল টপকে প্রবেশ করে। তারা মন্দিরের প্রধান ফটকসহ বিভিন্ন অংশে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে মন্দিরের ক্ষতি সাধন করে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্টিল নির্মিত মন্দিরের প্রধান ফটক। </p> <p style="text-align:justify">সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া বলেন, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ওই ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। কারা এই ঘটনায় সম্পৃক্ত তা নিশ্চিত হওয়া না গেলেও শনিবার বিকেল পর্যন্ত ৪ জনকে মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। </p> <p style="text-align:justify">মামলার তদন্ত ও আটক অভিযান চলছে। মন্দিরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।</p> <p style="text-align:justify">জেলা পূজা উদযাপন পরিষদ  সাদারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী বলেন, এটি পরিকল্পিত। ধর্মসভা চলাকালীন এমন হামলা বরদাশত করা হবে না। প্রয়োজনে হিন্দুরা সার্বক্ষণিক পাহারা দিবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানান।  </p> <p style="text-align:justify">মন্দির কমিটি সাধারণ সম্পাদক অজিত দাস বলেন, মাসব্যাপী  পূজাসহ বিভিন্ন ধর্মীয় আচার চলছে মন্দিরে। শুক্রবার রাতে ‘দীপদান’ অনুষ্ঠানের সময় হামলার ঘটনা ঘটে। শনিবার দুপুর ১২টায় শহরের রামসীতা মন্দিরে হিন্দু নেতারা সভা করে মামলার সিদ্ধান্ত নেন। শনিবার রাতে চরজোত প্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরে আবারও সভা আহ্বান করা হয়েছে বলেও জানান তিনি।</p>