<p style="text-align:justify">গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহানগরীর বাসন এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার পাঁচ কারখানা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সালনা থেকে টঙ্গী পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার সড়ক তীব্র যানজট দেখা দিয়েছে।</p> <p style="text-align:justify">শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন কালের কণ্ঠকে বলেন, এখনো মহাসড়কে অবরোধ চলছে।</p> <p style="text-align:justify">সরেজমিনে দেখা যায়, গাজীপুর নগরের সালনা থেকে চান্দনা চৌরাস্তা ও ভোগরা বাইপাস হয়ে টঙ্গী পর্যন্ত দীর্ঘ যানজট। বিভিন্ন যানবাহনের যাত্রীরা হেঁটে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বয়স্ক, শিশু ও নারীরা। যাদের সঙ্গে রয়েছে বড় ব্যাগ-পোঁটলা-বস্তা তাদেরও বেশ কষ্ট পোহাতে হচ্ছে। ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, রিকশা এবং ইজি বাইক যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে তেড়ে আসছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দিদার হত্যা মামলায় আ. লীগকর্মী গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731156519-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দিদার হত্যা মামলায় আ. লীগকর্মী গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444638" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আন্দোলরত শ্রমিকরা বলেন, ‘তিন মাস ধরে বেতন পাইনি, এক টাকাও নাই। বাড়িভাড়া দেওয়ার সময় হয়েছে, মালিক চাপ দিচ্ছেন। এখন বাড়িভাড়া দেব কিভাবে-এই চিন্তায় মাথায় বাজ পড়েছে। আমরা যদি আন্দোলন না করি, তাহলে মালিক আমাদের কথা কীভাবে শুনবেন?  কিছুদিন ধরে বলতেছেন বেতন দেবেন কিন্তু এখনো এক টাকাও দেননি।’</p> <p style="text-align:justify">ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী অনন্যা পরিবহনের বাসচালক সাইদুল ইসলাম বলেন, ‘চার ঘণ্টা ধরে যানজটে বসে আছি। শুনলাম, সামনে শ্রমিকদের আন্দোলন চলছে। বাসের যাত্রী সব নেমে গেছে, আমাদের গাড়ি কখন ছাড়বে জানি না।’</p> <p style="text-align:justify">ইউনাইটেড বাসের ষাটোর্ধ্ব বৃদ্ধ মোহাম্মদ কামাল বলেন, ‘আমি ময়মনসিংহ থেকে ছেলের বাসায় যাত্রাবাড়ীতে যাব। ৪ ঘণ্টা ধরে জ্যামে বসে আছি, আমার শরীর অনেক খারাপ। আমি কিডনি ও হার্টের রোগী। যেকোনো সময় অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি। তারা আন্দোলন করছে আমাদের ভোগান্তি দিয়ে। মানুষের কষ্ট যদি না বুঝে, তাহলে তারা কিসের শ্রমিক।’</p> <p style="text-align:justify">চান্দনা চৌরাস্তায় ভিআইপি পরিবহনের চালক রায়হান মিয়া বলেন, দুপুর ১টা থেকে যাত্রী নিয়ে বসে আছি। </p> <p style="text-align:justify">শ্রমিকদের অভিযোগ, গত এপ্রিল মাস থেকে কারখানা বন্ধ ছিল। সেপ্টেম্বরে কারখানা খুললেও দুই মাসের বেতন না দিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে বারবার বেতন পরিশোধের তারিখ দেওয়া হলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিচ্ছে না। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করতে হয়েছে।</p>