<p>ভোলার দৌলতখান উপজেলায় ধর্ষণ ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।</p> <p>গ্রেপ্তার ইয়াছিন লিটন উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে ২০১৮ সালের একটিসহ ২টি ধর্ষণ মামলা, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মারামারি মামলাসহ দৌলতখান থানায় ৪টি মামলা রয়েছে। এছাড়াও ভোলা সদর থানায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে হত্যাচেষ্টা মামলায়ও তিনি এজহারভুক্ত আসামি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731158940-af453762cba465b79f4976a4ac2a57ef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444652" target="_blank"> </a></div> </div> <p>দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান কালের কণ্ঠকে জানান, শনিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ইয়াছিন লিটনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের একটি ধর্ষণ মামলাসহ দৌলতখান থানায় চারটি মামলা রয়েছে। তাকে রবিবার সকালে এ সকল মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।</p>