<p>বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত গাজীপুর মহানগরীর টিএনজেড কারখানার শ্রমিকরা অবরোধ তুলে না নিয়ে গতকাল শনিবার (৯ নভেম্বর) মহাসড়কেই রাত্রিযাপন করেন। আজ রবিবার (১০ নভেম্বর) সকাল থেকেই তাদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়ার কলম্বিয়া মোড়ে অবস্থান করতে দেখা যায়। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।</p> <p>এদিকে গতকাল শনিবার সকাল ৯টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখায় এক প্রকার স্থবির হয়ে পড়েছে শিল্পশহর গাজীপুর। বহু রপ্তানিমুখী পণ্যবাহী যান, কারখানার কাঁচামাল, জ্বালানিসহ ভোগ্যপণ্যের গাড়ি ২৭ ঘণ্টার বেশি সময়ে ধরে আটকা পড়ে আছে। তা ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে বৃহত্তর ময়মনসিংহগামী যানবাহন ও দেশের কমপক্ষে ৩৩টি রুটের যানবাহন আটকা পড়েছে। কিছু যানবাহন বিকল্প পথে চললেও সময় বেশি লাগছে। গাজীপুরজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছেন অফিস, স্কুল কলেজ ও ব্যবসার কাজে বের হওয়া যাত্রীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ২৬ ঘণ্টা ধরে অবরোধ, ২০ কিমি যানজট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731215783-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ২৬ ঘণ্টা ধরে অবরোধ, ২০ কিমি যানজট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1444896" target="_blank"> </a></div> </div> <p>গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধের কারণে এ মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও পরিবহন চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। গতকাল দুপুর থেকে অবরোধ সরিয়ে নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার আশ্বস্ত করলেও সারা রাত তাদের অবরোধ অব্যাহত রাখেন। শ্রমিকরা মহাসড়কেই নির্ঘুম রাত কাটিয়েছেন। শ্রমিকরা বেতন ছাড়া মহাসড়ক ছাড়বেন না- এমন সিদ্ধান্তে অনড় রয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731218470-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1444905" target="_blank"> </a></div> </div> <p>নগরীর বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, শ্রমিকরা অবরোধ না তুলে মহাসড়কে রাত্রিযাপন করেন। এখনো তারা মহাসড়কে অবস্থান করছেন। গতকাল শনিবার সকাল থেকে এ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।</p>