<p>নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করেছে যৌথ বাহিনী। সম্পর্কে তারা শাশুড়ি ও পুত্রবধূ। আটকের সময় তাদের কাছ থেকে দুই হাজার জাল টাকা, চারটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, চারটি রামদা, তিনটি ছুরি, পাঁচটি চাকু, ১৬টি মোবাইল ফোন, চারটি সিম ও নগদ ৩০ হাজার ৭০০ উদ্ধার করা হয়। </p> <p>আজ রবিবার (১০ নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পৌরশহরের কাজিয়াটি গ্রামের শিউলী আক্তার (৪০) ও মদিনা আকন্দ (১৮)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731218470-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1444905" target="_blank"> </a></div> </div> <p>সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিয়াটি গ্রামের মাদককারবারি ফয়সালকে আটক করতে গতকাল শনিবার দিবাগত রাতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযান টের পেয়ে ফয়সাল পালিয়ে যান। পরে ঘরে তল্লাশি চালিয়ে দুই হাজার জাল টাকা, চারটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, চারটি রামদা, তিনটি ছুরি, পাঁচটি চাকু, ১৬টি মোবাইল ফোন, চারটি সিম ও নগদ ৩০ হাজার ৭০০ টাকা পাওয়া যায়। পরে ফয়সালের মা শিউলী আক্তার ও স্ত্রী মদিনা আকন্দকে আটক করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।</p> <p> </p> <p>ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।’</p>