<p>রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৪ হত্যা মামলার তদন্ত করার দায়িত্ব সিআইডি পুলিশের কাছে দেওয়া হয়েছে। পুলিশ হেড কোয়াটারের এক নির্দেশনায় এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।</p> <p>পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রংপুর নগরীর সিটি বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে পুলিশের গুলিতে ৪জন নিহত হয়। এরা হলেন- শিক্ষার্থী আব্দুল্লা আল তাহির, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন ও সোনার দোকানের কর্মচারী মোসলেম উদ্দিন।  </p> <p>৪ জনের স্বজনরা বাদী হয়ে আদালতে পৃথক ৪টি হত্যা মামলা দায়ের করলে বিচারক ৪টি হত্যা মামলাই এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দেন। আদালতের নির্দেশের পর রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় ৪টি হত্যা মামলা রেকর্ড করা হয়। মামলাগুলো পুলিশ তদন্ত করছিলো।</p> <p>ইতিমধ্যে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে র‌্যাব ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ৪ হত্যা মামলাতেই আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দু দফা রিমান্ডে নেয়। এ ছাড়াও আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।</p> <p>এদিকে পুলিশ হেড কোয়াটার থেকে ৪টি হত্যা মামলাই তদন্ত করার জন্য রংপুর সিআইডি পুলিশকে নির্দেশ দেয়। পুলিশ হেড কোয়াটারের এডিশনাল ডিআইজি রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। ২/৩ দিনের মধ্যে ৪টি হত্যা মামলার সকল নথিপত্র সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানা সূত্রে জানা গেছে।</p> <p>এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান পুলিশ হেড কোয়াটার থেকে ৪ হত্যা মামলাই তদন্ত করবে সিআইডি এমনই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মামলাগুলো গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে।</p>