<p>গাজীপুরের সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় কারখানায় কাজ করার সময় ওয়াশিং মেশিনে পড়ে নয়ন মিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) ভোরে জায়ান্ট টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। </p> <p>নিহত নয়ন ময়মনসিংহ সদর উপজেলার চর বড়বিলা (চরঈশ্বরদিয়া) গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বানিয়ারচালা এলাকার আবুল কালামের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় সহকারী অপারেটর (হেলপার) পদে চাকরি করতেন।</p> <p>গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নয়নের ডিউটি ছিল। শিফট শেষে অন্য শ্রমিকরা চলে গেলেও কারখানা কর্তৃপক্ষ অতিরিক্ত কাজের জন্য তাকে রেখে দেয়। কাজ করতে না চাইলে তাকে চাপ দেওয়া হয়। চাকরি হারানোর ভয়ে তিনি অতিরিক্ত কাজ করতে বাধ্য হন। রাতে নয়ন কাপড় বস্তায় ভরে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে কাজ করছিলেন। পরবর্তী শিফটের অপারেটর এসে চেক না করেই মেশিন চালু করেন। এতে মেশিনের ভেতর পেঁচিয়ে পুরো শরীর ঝলসে নয়নের মৃত্যু হয়। পরে কাপড় বের করতে চাইলে ভেতরে গরম পানিতে সিদ্ধ হওয়া মানুষের শরীর দেখে চিৎকার দেন। এরপর অন্যরাসহ এসে মেশিনের গরম পানি থেকে গলিত লাশ উদ্ধার করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা করা আইনজীবী গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731253160-7819d64b662f3e8be6157c67fe5042a9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা করা আইনজীবী গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/10/1445073" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, নয়নকে অতিরিক্ত কাজের জন্য রাখা হলেও পরবর্তী শিফটের কাউকে এ বিষয়ে না জানানোয় ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।  </p> <p>নিহতের স্ত্রী ইমা আক্তার জানান, তার স্বামীর ডিউটি ছিল রাত ৮টা পর্যন্ত। কর্মকর্তারা তাকে জোর করে আরো দুই ঘণ্টা ডিউটি করতে বলেন। প্রায়ই তাকে দিয়ে অতিরিক্ত ডিউটি করানো হচ্ছিল। অপারেটর না রেখে নয়নকে দিয়ে ওয়াশিং মেশিনের অপারেটরের কাজ করানো হচ্ছিল। মেশিন অপারেট করার ধারণা না থাকায় মেশিনের ভেতরে ঢুকেছিলেন তিনি। পরের শিফটের লোক এসে না জেনে মেশিন চালু করে দেয়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে দাবি করেন তিনি। মৃত্যুর পরও কর্তৃপক্ষ তাদের না জানিয়ে লাশ পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি দায়ীদের বিচার দাবি করেন। </p> <p>এ ব্যাপারে জানতে চাইলে জায়ান্ট টেক্সটাইল কারখানার ব্যবস্থাপক সোহেল রানা বলেন, ‘নয়ন মিয়ার রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল। কাজের চাপ থাকায় আরো দুই ঘণ্টার জন্য রাখা হয়েছিল। টিফিন বিরতির সময় অপারেটর চলে গেলেও সে বস্তা মেশিনে দিচ্ছিল। বিরতির পর অন্য অপারেটর এসে তাকে না পেয়ে মেশিন চালু করে দেয়। এতে মেশিনে পেঁচিয়ে তার মৃত্যু হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731247177-8df7b73a7820f4aef47864f2a6c5fccf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1445051" target="_blank"> </a></div> </div> <p>গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক আব্দুল লতিফ বলেন, শিফট শেষে নয়নকে আরো দুই ঘণ্টা জোর করে কাজ করানো হচ্ছিল। পরবর্তী শিফট অপারেটরকে জানালে এ রকম দুর্ঘটনা ঘটত না। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে এমন মৃত্যু হয়েছে।</p> <p>জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রাত আড়াইটায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কারখানা কর্তৃপক্ষ রবিবার রাত ৯টা পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে কিছুই জানায়নি। তারা নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে মীমাংসা প্রস্তাব দিয়েছেন শুনেছেন। অভিযোগ পেলে এ ঘটনায় মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।</p>