<p>কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।</p> <p>সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ১৮ নম্বর আশ্রয় শিবিরের ডি-ব্লকের কে-৬ সাব ব্লকের জনৈক মো. শুক্কুরের বসতঘরে এই অভিযান চালানো হয়।</p> <p>আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৮ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৮ এলাকায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা সদস্যরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। </p> <p>এসময় রোহিঙ্গা সদস্য মো. শুক্কুরের বসতঘরে অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে ফেলে যাওয়া একটি দেশীয় ওয়ান শুটারগান, এক রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি ও একটি গ্রেনেড বোমা উদ্ধার করা হয়।</p> <p>তিনি বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধারকৃত আলামতগুলো ময়নার ঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।</p>