<p>কুমিল্লার লালমাইয়ে দুর্বৃত্তদের দেওয়া পেট্রলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক প্রবাসীর ‘স্বপ্নের নতুন ঘর’। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট কমপ্লেক্স সংলগ্ন বাহরাইন প্রবাসী সুজনের নতুন বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। গ্রামের ছাত্র-জনতা পানি দিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রবাসীর নতুন ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই প্রবাসী পরিবারের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।</p> <p>খবর পেয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যান। ওই সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দেন।</p> <p>ক্ষতিগ্রস্ত প্রবাসীর বাবা, কৃষি শ্রমিক ফজলুল হক কালের কণ্ঠকে বলেন, আমার বড় ছেলে সুজন ১০ বছর ধরে বাহরাইনে রাজমিস্ত্রীর কাজ করে। প্রবাসের কষ্টার্জিত টাকা ও ব্র্যাক এনজিও থেকে ঋণ নিয়ে তিন মাস আগে ছেলের জন্য নতুন একটি ৪ কক্ষবিশিষ্ট টিনসেট ঘর নির্মাণ করি। নতুন ঘরের প্রতিটি কক্ষ আসবাবপত্র দিয়ে সাজাই। ভাবছিলাম আগামী সপ্তাহে মিলাদ ও দোয়া মোনাজাত করিয়ে নতুন ঘরে বসবাস শুরু করব। ছেলেকে দেশে এনে বিয়ে করাব। কিন্তু প্রতিপক্ষের পেট্রলের আগুনে আমার ছেলের স্বপ্নের নতুন বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।</p> <p>তিনি আরো বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে আমার গ্রামের একজন আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। সেই হুমকি দেওয়া ব্যক্তিই পুড়িছেন কিনা তদন্ত করা প্রয়োজন। আমি থানায় মামলা করব।</p> <p>লালমাই থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল ফারুক বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। প্রবাসী সুজনের নতুন ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তাদের কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার মৌখিকভাবে বলেছেন, কেউ একজন পারিবারিক দ্বন্দ্বের জেরে আগেই বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।</p>