<p>লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান ওরফে ‘হুন্ডি সুমনকে’ সদর উপজেলার তিস্তা সেতুর টোলপ্লাজা থেকে সোমবার (১১ নভেম্বর) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকা ওই আওয়ামী লীগ নেতা গতকাল একটি নৈশকোচে ঢাকা যাওয়ার চেষ্টা করছিল। গ্রেপ্তারের পর তাকে সদর থানায় নিয়ে আসা হয়।</p> <p>অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক জানান, গ্রেপ্তার সুমন খানের বিরুদ্ধে রাজধানীর আশুলিয়া, যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও মোহাম্মদপুর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। লালমনিরহাট সদর থানার দুটি দ্রুত বিচার আইন ও একটি মানি লন্ডারিং মামলারও এজাহারভুক্ত আসামি সে। এ ছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে টাকা পাচারের অভিযোগ থাকায় এলাকায় সে ‘হুন্ডি সুমন’ নামে পরিচিত।</p> <p>অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৩১ অক্টোবর সুমন খান, তার স্ত্রী নাহিদা আক্তার রুমা ও কর্মচারী তৌকির আহমেদ মাসুমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করে সিআইডি। এতে বলা হয়, ওই তিনজনের ১৫টি ব্যাংক হিসাবে প্রায় চার শ ঊনত্রিশ কোটি টাকা লেনদেনের অস্তিত্ব পাওয়া গেছে। </p> <p>সুমন খানের বিরুদ্ধে জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান, টেন্ডারবাজি, মুদ্রা ও স্বর্ণ পাচারের অভিযোগ রয়েছে বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি। বিজ্ঞপ্তিতে তাকে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসাবেও উল্লেখ করা হয়।</p>