<p>সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকা থেকে মস্তকহীন ও দুই হাতের কবজি কাটা অবস্থায় শান্তনা (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহের প্রায় ১৫০ গজ দূরে পলিথিনে মোড়ানো দুই হাত ও মাথা উদ্ধার করা হয়।</p> <p>গতকাল সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে মোবাইল ট্র্যাকিং করে নিহতের স্বামী নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নয়নের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।</p> <p>পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে মস্তকহীন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও হাত উদ্ধার করে।</p> <p>সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত বলেন, ‘রাতে ওই খণ্ডিত মরদেহের মস্তকহীন দেহ উদ্ধার করা হয়। মরদেহের কবজি থেকে হাত কাটা ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে মাথা ও দুই হাতের অংশ উদ্ধার করা হয়। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।’</p> <p>মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আজ মঙ্গলবার সকালে মোবাইল ট্র্যাকিং করে শান্তনার স্বামী নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>এদিকে সাভারের আমিন বাজারে পাওনা টাকা দেরিতে দেওয়ায় মুক্তার হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে রনি নামে এক যুবক। গতকাল সোমবার রাতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।</p> <p>সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ ফয়সাল ইসলাম বলেন, নিহত মুক্তারের লাশ ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে আছে। এই ঘটনায় অভিযুক্ত রনিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।</p>