<p>ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>সোমবার (১১ নভেম্বর) দিবাগত গভীর রাতে ভাঙ্গা টোলপ্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার (ওসি) মো. আতাউর রহমান।</p> <p>ওসি আতাউর রহমান বলেন, ‘ওয়াদুদ মাতুব্বর উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের কাসেম বেপারী হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়াও তার নামে আরো ১৫টি মামলা রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি ঢাকা থেকে একটি বাসে করে ফরিদপুর আসছেন। পরে রাত দেড়টার দিকে ভাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় ভাঙ্গা টোলপ্লাজায় ওই বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ত্রীর শরীর থেকে ১৫০ গজ দূরে পড়ে ছিল ২ হাত-মাথা, স্বামী গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731387052-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ত্রীর শরীর থেকে ১৫০ গজ দূরে পড়ে ছিল ২ হাত-মাথা, স্বামী গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/12/1445684" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘আজ মঙ্গলবার সকালে কাসেম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওয়াদুদ মাতুব্বরকে আদালতে পাঠানো হয়েছে। কাসেম বেপারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’</p> <p>গত ১৪ অক্টোবর বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ি মেলার মধ্যে সঙ্গে থাকা তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাসেম বেপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে কয়েকজন তরুণ। এ হত্যা মামলায় প্রধান আসামি করা হয় ওয়াদুদ মাতুব্বরকে। এ ছাড়া ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাহাড়ি-বাঙালি মিলেমিশে এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে : ওয়াদুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731386161-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাহাড়ি-বাঙালি মিলেমিশে এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে : ওয়াদুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/12/1445681" target="_blank"> </a></div> </div>