<p>দিনাজপুরে ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রোজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর হয়েছে। এ ঘটনায় তার কোলে থাকা এক বছরের সন্তানটি সুস্থ রয়েছে। নিহত রোজিনা খাতুন দিনাজপুরের বিরল উপজেলার শংকরপুর গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী।</p> <p>আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তিন মাস পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731402000-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তিন মাস পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/12/1445741" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিরল থেকে রোজিনা খাতুন তার এক বছরের সন্তানকে নিয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনারের কাছে এসে ইজিবাইকটি ইউটার্ন নেওয়ার সময় রোজিনা খাতুন ইজিবাইক থেকে কোলে থাকা শিশুসহ ছিটকে রাস্তার ওপরে যায়। এ সময় পেছনে থাকা একটি ট্রাক রোজিনা খাতুনের মাথার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার কোলে থাকা এক বছরের সন্তানটি অক্ষত রয়েছে। এ ঘটনায় চালক ও ঘাতক ট্রাককে আটক করে বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছে হস্তান্তর করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নদীর চ‌রে আটকে ছিল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731396889-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নদীর চ‌রে আটকে ছিল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/12/1445722" target="_blank"> </a></div> </div> <p>ঘটনার পরপরেই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেন।</p> <p>দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চালক ও ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ত্রীর শরীর থেকে ১৫০ গজ দূরে পড়ে ছিল ২ হাত-মাথা, স্বামী গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731387052-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ত্রীর শরীর থেকে ১৫০ গজ দূরে পড়ে ছিল ২ হাত-মাথা, স্বামী গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/12/1445684" target="_blank"> </a></div> </div>