<p>নওগাঁর সাপাহারে বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আগুন দিয়ে অফিসের আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে এবং কার্যালয়ের ভেতর থেকে পুলিশ লাল কস্টেপে মোড়ানো ৩টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে।</p> <p>গতকাল সোমবার (১১ নভেম্বর) দিবাগত গভীর রাতে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়ীপুকুর মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগা ও ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে।</p> <p>স্থানীয় জনসাধারণ সূত্রে জানা গেছে, পাহাড়ীপুকুর মোড়ে অবস্থিত বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়টি কয়েকদিন পূর্বে ওয়ার্ড সভাপতি তালাবদ্ধ করে চলে যান। সভাপতির অনুপস্থিতিতে কার্যালয়টি কয়েক দিন ধরে বন্ধ ছিল। ঘটনার দিন রবিবার দিবাগত রাত ১০টা পর্যন্ত প্রতিদিনের মতো মানুষজনের শোরগোল ছিল মোড়টিতে। রাত ১০টার পর সবাই চলে গেলে রাতের অন্ধকারে কে বা কারা ওই দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এতে দলীয় কার্যালয়ে থাকা একটি প্রজেক্টর পর্দা, টিভি, প্রায় ২৫টি প্লাস্টিকের চেয়ার কিছু দলীয় ব্যানার ও দলীয় কাগজপত্র পুড়ে যায়।</p> <p>সূত্র আরো জানায়, গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন দলীয় ওই কার্যালয়ে ধোয়া ও তালা ভাঙা দেখে লোকজনকে ডেকে ঘরে প্রবেশ করে আগুনে পোড়ার দৃশ্য ও মেঝেতে ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে সাপাহার থানার ওসি আব্দুল মালেক ও এসআই এমদাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দলীয় কার্যালয়ের আগুনে পুড়ে যাওয়া দৃশ্যগুলি দেখেন ও কার্যালয়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত লাল কস্টেপে মোড়ানো ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসেন।</p> <p>সাপাহার থানার ওসি জানান, অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তুগুলি থানায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিষ্ক্রিয় করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।</p>