<p>টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে আট ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (নভেম্বর) পৌরসভা ও কচুয়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বণিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। </p> <p>ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দোকানে অবৈধ পলিথিন রাখার দায়ে পৌর শহরের মোদি দোকানদার আরফান আলীকে তিন হাজার টাকা, তোমেজ উদ্দিনকে পাঁচ হাজার, শফিকুল ইসলামকে তিন হাজার, নাসির উদ্দিনকে পাঁচ হাজার, মুরগি ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। </p> <p>এ ছাড়া নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করায় আয়নাল হককে ২০ হাজার টাকা, লুৎফর রহমানকে আট হাজার ও উপজেলার কচুয়া বাজারের জুয়েল তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৌর শহরের পলিথিন ব্যবসায়ী আয়নাল হকের দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ ও ধ্বংস করা হয়।</p> <p>মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, এর আগে ব্যবসায়ীদের একত্র করে নিষিদ্ধ পলিথিন না রাখা ও বিকল্প উপায়ে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু অধিকাংশ ব্যবসায়ী নির্দেশনা না মেনে অবাধে পলিথিন ব্যবহার করছিলেন। আজকের অভিযানে আটজন ব্যবসায়ীকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।</p>