<p>নীলফামারীতে নিখোঁজের তিনদিন পর খালেদ বিন লিশাত (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রব্বানী  (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।  </p> <p>খালেদ বিন লিশাত উপজেলার মুশা পাকারমাথা সফি মিয়াপাড়া গ্রামের হলুদ ব্যবসায়ী মোবেদুল হকের ছেলে। তিনি এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। লেখাপড়ার পাশাপাশি এলাকায় ডিশ ব্যবসার মেকানিকের কাজ করতেন তিনি।</p> <p>এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে এলাকার চাড়ালকাটা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন লোকজন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় খালেদ বিন নিশাতের পরিবারের লোকজন এসে তার লাশ শনাক্ত করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় নিশাত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হানিফ ফ্লাইওভারের নিচ থেকে নবজাতকের লাশ উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731414165-308dda04121f19618339bdabf48997af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হানিফ ফ্লাইওভারের নিচ থেকে নবজাতকের লাশ উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/12/1445815" target="_blank"> </a></div> </div> <p>কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি তিন থেকে চারদিন আগের বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রব্বানী নামের এক যুবককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।</p>