<p>রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে পুলিশে দেওয়া হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) পরীক্ষা দিতে আসা শিহাব আল রশিদ ওরফে গালিব নামের ওই ছাত্রলীগকর্মীকে পিটিয়ে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রামেকের গেটের সামনে এ ঘটনা ঘটে।</p> <p>রাজশাহী মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, ছাত্রলীগের এই কর্মীকে গালিব নামে সবাই চেনে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রকাশ্য সন্ত্রাসী সে। এমন কোনো অপকর্ম নেই যা সে ও তার বন্ধুরা করেনি। ডা. নওশাদের মতো দলদাস অধ্যক্ষও তাকে স্থান দিতে সাহস করেননি। ২০১৭ সালে রামেক থেকে স্থায়ীভাবে বহিষ্কার হওয়ার পরে সে রংপুর মেডিক্যাল কলেজে যায়। সেখান থেকেও বহিষ্কার হয়ে আবার রামেকে এসেছে।</p> <p>নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, শিহাব আল রশিদ ওরফে গালিব রংপুর মেডিক্যাল কলেজের ছাত্র। ২০১৭ সালে শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সে রংপুর মেডিক্যাল কলেজ থেকে বৃত্তিমূলক পরীক্ষা দিতে রাজশাহী মেডিক্যাল কলেজ কেন্দ্রে আসে। পরীক্ষা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজের গেটের সামনে থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে বন্ধ গেট এলাকায় নিয়ে যান। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করেন।</p>