<p>স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতন-নিপীড়নের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের কারণে স্বৈরাচার সরকার মানুষকে ঘুমে রেখে, এদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।</p> <p>মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগর মাদরাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাড়াতলী ইউনিয়ন শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। </p> <p>এদিকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও কলরব শিল্পগোষ্ঠীর নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান বলেন, আগামীর বাংলাদেশে কোনো সরকার যেন ফ্যাসিস্টের চরিত্র ধারণ করতে না পারে সেজন্য পীর সাহেব চরমোনাই ৯ দফা ঘোষণা করেছেন। আমরা পাড়া-মহল্লা, গ্রামে-গঞ্জে সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।</p> <p>বদরুজ্জামান আরো বলেন, গত ৩০ বছর স্বৈরাচারের দোসর রাজিউদ্দিন আহমেদ রাজু সংসদ সদস্য ছিলেন। বার বার নির্বাচিত হয়ে রায়পুরার চরাঞ্চলের মাটি খুনে লাল করেছে রাজু। প্রত্যেকটি গ্রামে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাধিয়ে রেখেছে। নির্বাচনের পর মানুষ শান্তি থাকার কথা কিন্তু উল্টো চরের মাটিতে লাশের পর লাশ পড়েছে। আগামীতে রায়পুরায় এমন কোনো নেতাকে দেখতে চাই না।</p> <p>এ সময় আনোয়ার হোসেনের সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, মহিষাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ ভূঁইয়া, নরসিংদী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ, মাওলানা লিয়াকত আলী, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক সাজেদুল্লাহ সায়েম, মাওলানা বরকতউল্লাহ রশিদী, নুরে আলম সিদ্দিকী ও বিল্লাল হোসেন মাখনসহ সহযোগী সংগঠনের নেতারা।</p>