<p>ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসন্তানসহ এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৩ নভেম্বর) সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>মৃত ব্যক্তিরা হলো ঘাটুরা এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪) এবং তর দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)। তাদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।</p> <p>বিচার চেয়ে শারমিনের মা রেজিয়া বেগম জানান, শারমিন কিছুদিন পরই বেড়াতে আসবে বলেছিলেন। কিন্তু কী কারণে এমন হলো, তিনি বলতে পারছেন না।</p> <p>স্থানীয় বাসিন্দা মুজাহিদ সরকার ও রাসেল সরকার জানান, ঘটনার পর থেকে ওই নারীর স্বামীসহ অন্য স্বজনরা পালিয়ে গেছে।</p> <p>ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসক রিয়াজ উদ্দিন জানান, প্রথমে এক নারীকে আনার হয়। এর পরই তার দুই শিশুসন্তানকে আনা হয়। তারা বিষপান করেছে বলে প্রাথমিকভাবে বোঝা যায়। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত পাওয়া যায়।</p> <p>হাসপাতালের কর্মচারীরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সঙ্গে থাকা স্বজনরা জানিয়েছেন, স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তিনজনের মৃত্যু হওয়ার পর আশরাফসহ অন্য স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানান তারা।</p> <p>ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ জানান, ওই নারী সন্তানদেরসহ বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনার পর থেকে শারমিনের স্বামী পালিয়ে গেছেন। বিকেল নাগাদ থানায় কেউ অভিযোগ করেনি।</p>