<p>হবিগঞ্জ শহরে কুকুরের কামড়ে ২২ জন পথচারী নারী-পুরুষ আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকা ও দিগন্তপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।</p> <p>বুধবার (১৩ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় মাতৃছায়া শিশু কানন স্কুলের সামনে থেকে কালো রঙের কুকুরটিকে এলাকাবাসী মেরে ফেলে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ পথচারীদের আক্রমণ করতে থাকে। রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত কামড়ে আহত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ভ্যাকসিন দেওয়া হয়।</p> <p>হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সাফায়েতুল ইসলাম জানান, আহত ২২ জনের পায়ে কুকুরের কামড় রয়েছে। ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠানো হয়েছে।</p> <p>তিনি বলেন, ‘কুকুরটি পাগল হয়ে গেছে বিধায় এভাবে আক্রমণ করে থাকতে পারে। এই আক্রমণ মোকাবেলায় পৌরসভার পক্ষ থেকে শিগগিরই ব্যবস্থা নেওয়া জরুরি।’</p>