<p style="text-align:justify">রাজশাহীতে মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ ১৭ জনকে বিভিন্ন মামলায় আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বুধবার (১৩ নভেম্বর) তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন।</p> <p style="text-align:justify">তিনি জানান, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনজন, মাদক মামলায় দুইজন, অন্যান্য অপরাধে ছয়জন এবং ওয়ারেন্টভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p style="text-align:justify">নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মুকুল শেখ (৪৬), আওয়ামী লীগ কর্মী মো. সিদ্দিকুর রহমান (২০) ও মো. সুজন (৩২)। </p> <p style="text-align:justify">গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।</p>